কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
দুর্নীতি-অনিয়মের অভিযোগে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণসহ ৪ দফা দাবিতে গণজমায়েত ও মিছিল করেছে কিশোরগঞ্জের শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা।
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল চত্বরে জমায়েত শেষে বিক্ষুব্ধরা মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে লিখিত দাবি উপস্থাপন করেন। এ সময় জেলা প্রশাসক আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে শিল্পকলা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব জানিয়েছেন।
আন্দোলনকারীদের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব বলেন, দুর্নীতিবাজ আওয়ামী ফ্যাসিবাদের দোসর কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণসহ ৪ দফা দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছি। কিন্তু কালচারাল অফিসার আন্দোলন থামিয়ে দিতে নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিচ্ছেন। তবে এসব দাবি দ্রুততম সময়ের মধ্যে পূরণ না হলে তারা আন্দোল চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন।