নড়াগাতীর সংবাদ ডেক্স
সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাস বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ডুবে চরে আটকে তলা ফেঁটে ডুবে যায় লাইটারটি। এ ঘটনায় লাইটার জাহাজটিতে থাকা ১২ নাবিক সাতরে অক্ষত অবস্থায় তীরে উঠতে সক্ষম হয়েছে।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাঈনুল হোসেন মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে হলদিয়া বন্দর হতে ১ হাজার মেট্রিক টন ফ্লাইঅ্যাস বোঝাই করে লাইটার জাহাজ এমভি গারো হেরা সুন্দরবনের আন্টিহারা নৌ পথ দিয়ে মোংলা বন্দরের উদ্দশ্যে আসছিল। এসময় শিবসার নলিয়ান এলাকায় পৌছালে লাইটার জাহাজটি ডুবে চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেঁটে ঘটনাস্থালে নিম্মজিত হয় লাইটার জাহাজটি।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা জানান, দূঘটনাস্থলে কয়রা নৌ পুলিশের একটি দল রয়েছে। তাছাড়া কোস্টগার্ড সদস্যরাও ঘটনাস্থলে নজরদারি করছে। তবে লাইটারটির ১২ নাবিক উদ্ধার ও অক্ষত রয়েছেন। ভারত থেকে ফ্লাইঅ্যাসের এ চালানটি মোংলা বন্দরের শিল্পাঞ্চালে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরির জন্য আসছিল বলে নৌযান শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিকে এ লাইটার ডুবিতে বাংলাদেশ -ভারতগামী নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল ব্যহত হওয়ার আশংকা রয়েছে।