1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

কালিয়ায় দিনে দুপুরে প্রবাসী হেলাল সরদারের মাছের ঘেরে দুর্ধর্ষ চুরি

জিহাদুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ জিহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের চন্ডিনগর গ্রামে দিনে দুপুরে প্রবাসী হেলাল সরদারের মাছের ঘেরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান হেলালের ভাই এস এম রহমতুল্লাহ।

২৭ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এস এম রহমাতুল্লাহ বাদি হয়ে ওই দিনই বিলদুড়িয়া গ্রামের মৃত ইছাক সরদারের ছেলে ওসমান সরদার (৫৫) তার ছেলে বাদল সরদার (৩৩), মৃত ওদুদ সরদারের ছেলে শরিফুল সরদার (৩৫), শহর আলী সরদার (৫০) ও শওকত সরদারসহ ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১২। ওই রাতেই পুলিশ শরিফুল সরদার ও শহর আলী সরদারকে আটক করেছেন বলে জানান। ভুক্তভোগী হেলাল সরদার ওই গ্রামের মৃত জিন্না সরদারের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ১ নং আসামী ওসমান সরদারের ভাই ও অন্য ওয়ারীশদের কাছ থেকে কয়েকটি দাগে ১ একর ৪ শতক জমি ক্রয় করে মাছের ঘেরে ব্যবহার করে আসছেন। কিন্তু ওসমান সরদার ওখানে তার জমি আছে বলে দাবী করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন উপরোক্ত আসামীরা সহ ৫/৬ জন অজ্ঞাত লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাছের ঘেরে অনধিকার প্রবেশ করে লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী রহমাতুল্লাহ।

রহমতুল্লাহ বলেন, তার ভাই প্রবাসে থাকায় এ ঘের তিনিই দেখাশোনা করেন। প্রায় ৫০/৬০ বিঘা জমিতে খন্ডে খন্ডে করা এ ঘেরে চিংড়ি ও সাদা মাছ রয়েছে। ঘটনার দিন অপর সাইডে তিনি দেখাশোনা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই আসামীরা নৌকায় প্রায় ১৫/১৬ মন মাছ চুরি করে নৌকাযোগে হুমকি দিয়ে চলে যায়। চুরি যাওয়া মাছের ক্ষতিপুরন দাবি করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শি চন্ডিনগগর গ্রামের আলিম মুন্সী জানান, ঘটনার দিন জিন্নাহ সরদারের ছেলে প্রবাসী হেলাল সরদারের মাছের ঘেরের পাশে নিজস্ব জমিতে কাজ করার সময় আসামীদের দেশীয় অস্ত্র নিয়ে যেতে দেখেন। পরবর্তীতে তারা ১০/১২ জন মিলে বড় জালে কয়েক মন মাছ ধরে নৌকায় চলে যায়। অতঃপর মামলা হলে শরীফুল সরদার ও শহর সরদারকে পুলিশ আটক করেছে।

সার্বক্ষনিক ঘেরে কাজ করা মিকাইল শেখ জানান, ঘেরের অপর পাশে তিনি কাজ করছিলেন। লোকজনের চিৎকারে তিনি মাছ চুরির বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুভাষ রায় বলেন, গত রাতেই দুজন আসামীকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park