সাইফুল আলম দুলাল, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিহত গার্মেন্টস শ্রমিক জালাল উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন”।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি গ্রামে “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” এর পক্ষ থেকে নিহত জালাল উদ্দিনের বৃদ্ধ মায়ের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন”বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” এর কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান।
এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করা হলে নিহত জালাল উদ্দিনের ছোট ভাইের স্ত্রী মোছা: রওশনারা আক্তার বলেন, দশ হাজার টাকা পেয়ে অনেক উপকৃত হয়েছি । ওনারা বলেছেন, আগামী মাসে আবার আসবেন।
এসময় উপস্থিত ছিলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” এর কেন্দ্রীয় সহ সা:সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এডভোকেট আলমগীর হোসেন, নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ কামাল উদ্দিন, কেন্দুয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সাদেকুর রহমান ও সভাপতি হুমায়ুন ভূঁইয়া সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের
গুলিতে আহত জালাল উদ্দিন (৪০) গত শনিবার ( ১২ ডিসেম্বরে) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান।