এ জেড সুজন লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর লালপুরে পদ্মা নদীর ধারে ৪ বন্ধু খেলতে খেলতে নদীতে গোসল করতে নামে অপু(১০) ও দিপু (১২) দুই ভাই সহ জয় (১০) নামের ৩ শিশু নিখোঁজ হয়েছে এবং খালেদ(১০) পাওয়া গেছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদের নিচে রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ ওই দুই ভাই উপজেলার বালিতিতা ইসলামপুর সরকার পাড়া গ্রামের কালাম সরদারের ছেলে এবং একই গ্রামের স্বপনের ছেলে জয় (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও রাজশাহীর ডুবুরি সহ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ জন শিশুকে উদ্ধার করতে পেরেছে। এ বিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে আছি উদ্ধার তৎপরতা এখনো চলতেছে তবে বালিতিতা ইসলামপুর গ্রামের খাইরুলের ছেলে খালেদ (১০) নামে এক শিশু উপরে ছিলেন একই গ্রামের স্বপনের ছেলে জয় (১২) ও কালাম সরকারের ছেলে দিপু (১০) কে উদ্ধার করা হয়েছে।