নিজস্ব প্রতিবেদক
দাফনের সাড়ে চার মাস পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলনার নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের স্ত্রী মাহামুদা আক্তার মিলির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রোববার দুপুরে খুলনা মহানগরীর রায়েরমহল হামিদ নগর বাঙাল বাড়ি রোড এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গৃহবধূ মিলির মরদেহ উত্তোলনকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সোনাডাঙ্গা জোন) আবু নাসের আল-আমিন, মামলার বাদী সেলিনা বেগম এবং গৃহবধূর স্বামী ও মামলার আসামি তারেক বিশ্বাস।