1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

বাঙ্গালীর রাজপথের দাবী

খন্দকার ছদরুজ্জামান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি

লেখক কাজী গোলাম মহিউদ্দিন

স্বতীয় বাঙ্গালী মোরা, আজ চিরস্বাধীন বাংলাদেশের নাগরিক,

বিশ্বনেতার আদর্শে দাবী আদায়ের সংগ্রামে, ছিনু মোরা নির্ভীক।

বাঙ্গালীর শান্তির প্রাঙ্গনে অশান্তি সৃষ্টিতে যারা করছে খুন-খারাবি,

দেশদ্রোহীদের দেশছাড়া করা হোক, এটাই জনতার রাজপথের দাবী।

মানবোনা মোরা মানবোনা আর শত্রুর প্রতি কোন অন্যায্য উদারতা,

দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যে দৃশ্যমান, শত্রুদের অপ্রতিরোধ্য সক্ষমতা।

দিবানিশি ষঢ়যন্ত্র করে ওরা দুঃসহ করছে বাঙ্গালীর শান্তির পৃথিবী,

প্রবঞ্চকের প্রবঞ্চনা চিরতরে বন্ধ করাই আজ হবে রাজপথের দাবী ।

এই বাংলার একাত্তরপূর্ব পরিবেশ বাঙ্গালী কোনদিন ভুলবে না,

হৃদয়ের গভীরে দগদগে ক্ষত-যন্ত্রনা, প্রজন্ম পরম্পরা জুড়োবে না।

বিশ্বাস ঘাতকের ঘাতকতা ভুলে তাদের ক্ষমা করায়, বাঙ্গালীর ভরাডুবি,

জাতির বিশ্বাসের অমর্যাদাকারী পাবে না ক্ষমা, এই হোক রাজপথের দাবী।

চরম আঘাতে নিস্পেষিত বিমুঢ় বাঙ্গালী, রুখে দাঁড়াবে সবার সাথে,

বাঙ্গালীর অস্তিত্ব নিয়ে খেলছে যারা তাদের সাথে দেখা হবে রাজপথে।

জীবনভর আঘাতে জর্জরিত নিরীহ বাঙ্গালীর যারা শেষ করেছে সবি,

প্রহসনের খেলা আর নয়, শেষ হোক তাদের, এটাই রাজপথের দাবী।

ষঢ়যন্ত্রের আধুনিক প্রয়োগে যারা আজ অপরাধের চরম শিখরে,

দেশ জনতার সম্মিলিত শক্তি কেন দিচ্ছে না তাদের পাপের কণ্ঠ রুদ্ধ করে!!

জাতশত্রুদের চক্রান্ত প্রকাশ করে, রোধকর তাদের ঔধ্যত্যপূর্ন নবাবী,

এই হোক বাঙ্গালী জাতির চিরশত্রু নিপাতের তরে রাজপথের দাবী।

পাকিস্তানের বেঈমানী কুমন্ত্রে বশীভূত, জাতীয় শত্রুদের সর্বজয়ী গলাবাজী,

থামিয়ে দেবে বাঙ্গালীর সকল অর্জন, দেখে মনে হয় সকলেই তাতে রাজী!

অর্ধশতাব্দী পেরিয়েও বাঙ্গালীর বিজয়ের উল্লাস, যারা চায় মুলতবি

পরীক্ষিত সেই বেঈমানদের আগ্রাসন হতে বাঁচতেই রাজপথের দাবী।

বাঙ্গালীর শ্রেষ্ঠ অর্জন নস্বাতকারী পাকিস্তানী দালালেরা সচেষ্ট সদা,

কোন প্রক্রিয়ায় ধুলিস্বাত করবে বাঙ্গালীর মহান বিজয়ের মর্যাদা।

রক্তে পাওয়া বিজয়ের গৌরব বিদ্ধস্তকারীরা জাতির দেহে বিদ্যমান পরজীবী,

মুক্তিযুদ্ধ বিজয়ী জাতির অর্জন বিদ্বেষীদের বিনাশ আজ রাজপথের দাবী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park