আলী আজীম মোংলা বাগেরহাট
জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব এবং সহযেগিতার প্রতীক হিসেবে জাইকার অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৩টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের বাস্তবায়নে এ প্রকল্পের কারিগরি সহযোগিতা করেছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার’র সভাপতিত্বে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল ) সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
প্রধান অতিথির বক্তৃতায় বেগম হাবিবুন নাহার এমপি বলেন, জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে জাপান সরকার ও জনগণের সহায়তা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আশাকরি জাপান সরকারের এ সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার ( মোংলা-রামপাল সার্কেল ) মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম,জাইকা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম প্রমুখ। উল্ল্যেখ্য মাধ্যমিক পর্যায়ের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মোট ১৫৫ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা