নিজস্ব প্রতিবেদক
“চল করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ ভুবন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৫ জুন) দুপুর ১২.০০ ঘটিকায় খাগড়াছড়ি পুলিশ লাইনসে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় শতাধিক ঔষধি ও ফলজ সহ বৃক্ষরোপণ করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। পুলিশ সুপার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় “চল করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ ভুবন” প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় শতাধিক ঔষধি ও ফলজ সহ বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, পুলিশ লাইনসে দেশের সব ধরনের ফল রয়েছে। আম, কাঁঠাল, জাম, লিচু, জামরুল, কদবেল, বেল, আমড়া, আতা, আমলকি, তাল, নারকেল, লেবু, লটকন, পেয়ারা, জলপাই সহ সবই আছে। এর পরেও যতটুকু জায়গা খালি আছে সে জায়গায় ফলে-ফুলে ভরে তুলবো। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পুলিশ লাইন্সে যে সব জায়গা খালি আছে সে সব জায়গায় গাছ লাগাবো। এই ধারাবাহিকতায় আজ খাগড়াছড়ি পুলিশ লাইন্সে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় শতাধিক ঔষধি ও ফলজ সহ বৃক্ষরোপণ করা হয়েছে। এর বাইরেও প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ট্রাফিক অফিস এলাকার অনাবাদি জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
তিনি আরো বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তফিকুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।