তেরখাদা প্রতিনিধি
উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী গত ৩ জুন দুপুর ১টার দিকে উপজেলার কুমির ডাঙ্গা বাজারে,ছাগলাদাহ বাজারে এবং নলামারা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে কুমিরডাঙ্গা বাজারের কাশেম বেকারীতে ৫হাজার টাকা, ছাগলাদাহ বাজারের একটি মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় একই আইনে ৫হাজার টাকা জরিমানা করেন এবং পরে নলামারা নামক স্থানে তেরখাদা- খুলনা সড়কের উপর কনস্ট্রাকশনের কাজ করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের ২০০৯ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী বলেন, তেরখাদার প্রত্যেকটা বাজারে খাবারের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখা হবে। তিনি বলেন কিছু অসাধু বিক্রেতা অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করে। তিনি বলেন এরা দোকানের মূল্য তালিকাও রাখে না। তিনি বলেন, পর্যায়ক্রমে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।