শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রূপসায় সাংবাদিকদের মিডিয়া পাশ দিলেও মোটর সাইকেল স্টিকার প্রদানে তালবাহানা। অথচ তেরখাদা, দিঘলিয়া ও ফকিরহাট উপজেলা নির্বাচনে দেওয়া হয় মোটরসাইকেল পাশ। তাহলে সাংবাদিকরা মিডিয়া পাশ বুকে লাগিয়ে কি সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেবে ?
সরকার অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছেন। সরকারের সকল কর্মকান্ড তুলে ধরে সংবাদকর্মীরা বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে। নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য মোটরসাইকেল উত্তম বাহক হিসেবে সাংবাদিকরা ব্যবহার করে থাকেন। তাছাড়া একজন পত্রিকা সাংবাদিক সে কি পারে একটা প্রাইভেট কার ভাড়া করতে?? তাহলে সেই মোটরসাইকেল পাশ যদি সাংবাদিকরা না পায় তাহলে সংবাদ সংগ্রহ কিভাবে করবেন বলে ক্ষোপ প্রকাশ করেছেন রূপসা উপজেলার কর্মরত সাংবাদিকরা।