স্টাফ রিপোর্টার
১৩ ডিসেম্বর বুধবার বিকাল ০৪টা ০৫ মিনিটের সময় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এর সহধর্মিণী পুনাক সভানেত্রী সুলতানা হক বয়রাস্থ পুলিশ লাইন্সের নারী ব্যারাকের নীচ তলায় পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয় শুভ উদ্বোধন করেন।
পুলিশ নারী কল্যাণ সমিতি’র সভানেত্রী ফিতা কেটে পুনাক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এবং মোনাজাতের মাধ্যমে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পুনাক সভানেত্রী বলেন, ‘খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং পুনাক একই সূত্রে গাঁথা। আমরা পুলিশ কর্মকর্তাদের আকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় এতদূর এসেছি, আমাদের যেতে হবে বহুদূর।’ এ সময় পুনাক সভানেত্রী কেএমপি’র পুনাক সদস্যদের পুনাকের বিভিন্ন কার্যক্রম সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং খোঁজ-খবর নেন।
কেএমপি’র পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক পুলিশ কমিশনার বলেছেন, পুনাকের বর্তমান সভানেত্রীর নেতৃত্বে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটবে। পুনাক আজ দেশে-বিদেশে পরিচিতি পেতে শুরু করেছে এবং আঞ্চলিক পরিমন্ডলেও পুনাকের পরিচিতির রেখাপাত ঘটেছে। সময়ের পরিক্রমায় কেএমপিতে পুনাকের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি সংগঠনটির অগ্রগতি ও কার্যক্রম আরও গতিময় করতে পুনাকের সকল পর্যায়ের সদস্যাদের আহবান জানান।
পুনাক মুলত একটি নারী সংগঠন, যা নারীবান্ধব বিভিন্ন কর্মকৌশলের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে তরান্বিত করার পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজের অভীষ্ট লক্ষ্য নিয়ে একটি উন্নত, সুখী, সমৃদ্ধ জীবন তথা দেশ গঠনের জন্য কাজ করছে। শুরুতে পুলিশ পরিবারের নারীদের কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠা হলেও সময়ের প্রয়োজনে এবং জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকল শ্রেনীর গরিব, অসহায়, অসুস্থ, দৃষ্টি প্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে পুনাক। সংগঠনটি নারীর ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনসহ শিশু-কিশোরদের মানবিক সুকুমারবৃত্তি বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আসছে। বিগত বছরগুলোতে পুনাক পুলিশ পরিবারের বাইরে আর্তমানবতার সেবার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ে অসহায়দের খুঁজে বের করে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে। এছাড়া দুস্থদের চিকিৎসাসেবার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ক্যাম্প করে স্বাস্থ্যসেবা দেওয়া, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক আলোচনা, স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ সচেতনতা র্যালি, পুনাক সদস্যদের মধ্যে শারীরিক শিক্ষা, ইয়োগা প্রশিক্ষন, হার্টের সুস্থতার জন্য বিনা তেলে রান্না প্রশিক্ষণ, হস্তশিল্প ও হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ, আইন বিষয়ক নারী অধিকার রক্ষা, কিশোরী মেয়েদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা, প্রতিবন্ধী নারীদের সম্পদ বন্টনসহ বিভিন্ন আইনি জটিলতায় নারীর করনীয় বিষয়ভিত্তিক কার্যক্রম গ্রহণ করেছে পুনাক।
খুলনা মেট্রোপলিটন পুলিশ এর পুনাক সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। নারীর ক্ষমতায়ন ও তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকলে মিলে একটি প্রগতিশীল সমৃদ্ধ স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য সমন্বিতভাবে কাজ করতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, পুনাকের নেত্রী হোমায়ারা শারমিন, তামান্নুর মোক্তারী; কাজী সালমা আজিজ কুইন, দিবা আক্তার, তৃষ্ণা অধিকারী, তনিমা রহমান মীম, রুমানা আফরোজ এবং শ্রাবন্তী বিশ্বাস-সহ পুনাকের সাধারণ সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।