সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা আজ বৃহস্পতিবার(৩০মে) রাত ৮ টার সময় উপজেলার ধোপাগাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া রবিন হোসেন (২০) তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মানিক কর্মকারের ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ২০ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে তার মা এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে বাড়ির দায়িত্ব থাকা ভাসুর মানিক কর্মকারের কাছে দিয়ে যাই। দাফনে দেরি হওয়ায় তাকে গোয়ালে গরু তোলা ও মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে বাড়িতে রবিন গেছে। এই কথা শোনার পর পরই বাড়িতে চলে আসেন তার মা। এসে দেখে তার প্রতিবন্ধী মেয়ে কান্না করছে, কাপড়-চোপড় খোলা, রবিন বাড়িতে নেই। এ ঘটনা দেখার পর তার ভাসুর মানিককে ফোন করে বিষয়টি জানায়। সে বলে যে তার ছেলে ভুল করেছে, তাকে ক্ষমা করে কিছু টাকা নিয়ে সমাধান করে দিবো। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে পরদিন মঙ্গলবার সকালে তাড়াশ থানায় গিয়ে মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দাখিল করেন।
র্যাব জানায়, অভিযোগের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছয়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন র্যাব-১২ সদস্যরা। পরে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রবিন হোসেনকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।