ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। তিনি সার্বক্ষণিক ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় খাগড়াছড়ি জেলার পুলিশ সদস্যররা প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দুর্গত এলাকার জনসাধারণ বিশেষ করে বৃদ্ধ, নারী-শিশু এবং গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কার্যক্রম নিরলসভাবে অব্যাহত রেখেছেন। এছাড়া, পুলিশ আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করাসহ দুর্যোগকবলিত মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে। দুর্যোগ নিরসন না হওয়া পর্যন্ত পুলিশের এ মানবিক সহায়তা ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজে খাগড়াছড়ি জেলা পুলিশ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ চালাতে আগে থেকেই খাগড়াছড়ি জেলা পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোর বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ সদস্যরা ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া ও উপড়ে যাওয়া গাছ অপসারণ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ঘূর্ণিঝড় কবলিত মানুষের মধ্যে ত্রাণ বণ্টন, সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে পুনরায় নিজ বাড়িতে পৌঁছে দেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করা ও সড়ক মেরামতসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে কোনো দুষ্কৃতকারী যেন অপরাধ সংঘটিত করতে না পারে- সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে।
ঘূর্ণিঝড় চলাকালীন পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়ি পুলিশের জেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে কন্ট্রোল রুমের কার্যক্রম এখনো চলমান। তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি নজরদারি করে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছে। জরুরি প্রয়োজনে দ্রুত সাড়াদানের জন্য খাগড়াছড়ি পুলিশ লাইন্সে প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স QRT (Quick Response Team) হিসেবে রাখা হয়েছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশ খাগড়াছড়ি জেলা কন্ট্রোল রুম হটলাইন ০১৩২০১১০৩৯৮ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়েছে।