কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত যাদবপুর লোকসভা কেন্দ্র এর তৃনমূল দলের প্রার্থী শাওনি ঘোষের সমর্থনে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে মগরাহাট পশ্চিমের সপ্তগ্রামের বিশাল মাঠে জোড়া জনসভা করেন। এই জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকার কে উৎখাত করার ডাক দিলেন এবং পশ্চিম বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তাকে শক্তিশালী করতে এবং তৃনমূল দলের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আবেদন করেন। আজকের এই জনসভায় বৃষ্টি ও প্রকৃতিক দুর্যোগ মাথায় করে হাজির হন জনসভায়। তিনি বলেন যে পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা প্রত্যাখ্যান এবং প্রতিহত করতে সকল তৃনমূল দলের নেতা ও কর্মীদের এগিয়ে আসতে হবে। সাথে পশ্চিম বাংলা গন উন্নয়ন এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন মূখী কর্মসূচি কে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।
পশ্চিম বাংলা র উন্নয়ন কে যারা থামাতে চান তাদের বিরুদ্ধে আমাদের গণআন্দোলন গড়ে তুলতে হবে। যারা তৃনমূল দলের সরকার কে এবং তৃনমূল দলের নেতৃত্ব র বিরুদ্ধে কাজ করছে তাদের কে উৎখাত করতে হবে। সাথে পশ্চিম বাংলা র জন মূখী কর্মসূচির অধীনে সকল মানুষের সুযোগ ও সুবিধা প্রদান করতে হবে। আজকের এই জনসভায় বৃষ্টি ও বাদলা কে উপেক্ষা করে হাজার হাজার মানুষ উপস্তিত হয়। আজকের ভাঙড়ের জনসভায় উপস্তিত ছিলেন যাদবপুর কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী শাওনি ঘোষ ও জননেতা শওকত মোল্লা এবং মোক্তার মোল্লা ও সাদেক লস্কর এবং তৃনমূল দলের শহর সভাপতি ও এম পি শুভাশিস চক্রবর্তী। সেই সঙ্গে আজকের মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে যে জনসভায় উপস্তিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদার ও সুন্দর বন জেলা সভাপতি জয়দেব হালদার ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সভাপতি শ্রী সব্যসাচী গায়েন ও সহসভাপতি হাজি মোবারক এবং জেলা পরিষদের সদস্য তন্দ্রা পুরকায়স্থ ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অবজারভার শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা তৌফিক আহমেদ ও নাজমুল দপ্তরি এবং জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি ছাত্র পরিষদের মহিলা সভানেত্রী রাইহানা খাতুন ও সঞ্জীব মন্ডল ও সাদিক মোল্লা এবং তৃনমূল দলের মগরাহাট পশ্চিমের ব্লক যুব ও মাদার নেতৃত্ব।
আজকের এই জনসভায় কয়েক হাজার তৃনমূল দলের নেতা ও কর্মীদের নিয়ে উপস্তিত হন মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। আজকের এই জনসভায় উপস্তিত হাওয়ার জন্য সকল তৃনমূল দলের নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা ও সাবেক কালিকাপোতা অঞ্চলের প্রধান সাজিদুল হক গায়েন।।