সাব্বির মির্জা তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদ নির্বাচনে কে সামনে রেখে সঞ্জিত কর্মকারকে নির্বাচিত করার লক্ষ্যে বারুহাস ইউনিয়নের বিনোদপুর এলাকায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকারের নির্বাচনী উঠান বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ১৮ মে) শনিবার বিকেল ৫ টার সময় ৯নং ওয়ার্ডের বিনোদপুর খেলার মাঠে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকারকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে, নির্বাচনী উঠান বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে মো. আব্দুল কাদের দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোনের এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. শরিফুল ইসলাম তাজফুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, মো. রাজ্জাক বিএসি, শিল্পী কর্মকার, ইউপি সদস্য মোছা. সিমা পারভীন, মো. বোরহান উদ্দিনসহ স্থানীয় অসংখ্য শত শত নেতা সহ উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।