নারীদের ছয় ধরনের সেবা প্রদানের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনার ৬৮ টি ইউনিয়নে চালু হয়েছে “মা ও শিশু কর্নার”।
ইউনিয়ন পরিষদে নানা ধরনের নাগরিক সুবিধা লাভে প্রতিদিনই ভীড় জমায় সাধারণ মানুষ। এর মধ্যে গর্ভবতী নারী ও মা অন্যতম। সেবা নিতে এসে অনেক সময় তাদের ঘন্টার পর ঘন্টা শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকাসহ নানান ভোগান্তি পোহাতে হয়। শিশুদের ব্রেস্ট ফিডিং, বিশ্রাম এবং শৌচাগারের ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের।
এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে খুলনা জেলা প্রশাসন। খুলনার ৬৮ টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে “মা ও শিশু কর্নার” চালু করা হয়েছে জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে। সকল শ্রেণী পেশার নারীদের সুবিধার কথা বিবেচনা করে এ কর্নারে শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানোর নিরাপদ ব্যবস্থা, সুপেয় পানি, প্রক্ষালন সুবিধা, স্থানীয় সংবাদপত্র পাঠের সুবিধা, গর্ভবতী মায়েদের বিশ্রাম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেবা, সেবাগ্রহীতা ও শিশুদের বসার ব্যবস্থা এবং নামাজের ব্যবস্থা থাকবে।
রূপসা উপজেলার একটি মা ও শিশু কর্নার পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি দেশের প্রান্তিক পর্যায়ের নারীদের মধ্যে এই কর্নার থেকে সেবা গ্রহণের আগ্রহ এবং তাদের ইতিবাচক মনোভাব দেখে অত্যন্ত আনন্দিত হন এবং এই কর্নারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।