1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

নৈতিকতা বিকাশে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস এম দেলোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি

 

নৈতিকতা ইংরেজি শব্দ Morality যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Moralitas থেকে। Moralitas অর্থ হলো- ধরন, ভালো আচরণ, চরিত্র প্রভৃতি। কাজেই নৈতিকতা হলো এমন এক বিধান যার আলোকে মানুষ তার বিবেকবোধ ও ন্যায়বোধ ধারণ ও প্রয়োগ করতে পারে। সততা, সদাচার সৌজন্যমূলক আচরণ সুন্দর স্বভাব মিষ্টি কথা ও উন্নত চরিত্র- এ সবকিছুর সমন্বয় হলো নৈতিকতা।

 

নৈতিকতাসম্পন্ন ব্যক্তিকে রাসূলুল্লাহ (সা) সর্বোত্তম ব্যক্তি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “নিশ্চয়ই তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। (বুখারী ও মুসলিম)

রাসূল (সা) আরো বলেন- “মুমিনের পরিমাপদন্ডে কিয়ামতের দিন উত্তম নৈতিক চরিত্র অপেক্ষা অধিক ভারী জিনিস আর কিছু নয়  (তিরমিযি)

নৈতিকতা হলো ব্যক্তির মৌলিক মানবীক গুন এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ যা অর্জন করলে তার জীবন সুন্দর ও উন্নত হয়। আর এর মাধ্যমে সে অর্জন করে সন্মান ও মর্যাদা।

ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো- মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া। নীতিহীন মানুষ চতুস্পদ জন্তুুর চেয়েও নিকৃষ্ট। মহান আল্লাহ তায়ালা বলেন- তাদের হ্নদয় আছে উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এরা হলো চতুস্পদ জন্তুর ন্যায়। বরং তার চেয়েও নিকৃষ্ট। আর এরাই হলো গাফিল। (সূরা আরাফ : ১৭৯)

নৈতিক শিক্ষা ইসলামের মৌলিক বিষয়াবলির অন্তর্গত। ইসলামী দর্শনে আদি শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তায়ালা। তাই ফেরেশতারা বলেছিলেন: “হে আল্লাহ, আপনি পবিত্র ! আপনি যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনোই জ্ঞান নেই; নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও কৌশলী।” (সূরা বাকারা : ৩২

আমাদের প্রিয় নবী (সা)-এর প্রতি ওহির প্রথম নির্দেশ ছিল: “পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেেছন, সৃষ্টি করেছেন মানব ‘আলাক’ হতে। পড়ো, তোমার রব মহা সম্মানিত, যিনি শিক্ষাদান করেছেন লেখনীর মাধ্যমে। শিখিয়েছেন মানুষকে যা তারা জানত না।” (সূরা আলাক : ১-৫)

“দয়াময় রহমান (আল্লাহ) ! কুরআন শেখাবেন বলে মানব সৃষ্টি করলেন; তাকে বর্ন শেখালেন।(সূরা রহমান : ১-৪)

আজ ৪ মে শনিবার রাত নয়টায় নগরীর সোনাডাঙ্গাস্ত আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার সবক প্রদান অনুষ্ঠান এবং হিফযৃ বিভাগের ছাত্ররা বিনা লোকমায় পারা শুনানির জন্য তাদেরকে মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন মাদরাসার উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসাইন।

এসময়ে পাশে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা বিশিষ্ট আলেমেদ্বীন এরাবিক বিশুদ্ধ কোরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক ইসলামী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ শিকদার, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুস সোবহান,সহ মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park