1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক সরকারি কন্ট্রোল প্যনেলে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণাসহ নানাবিধ অভিযোগ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক সালমান-আনিসুলসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রূপসায় পানের বরজে বিষাক্তদ্রব্য প্রয়োগে ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা খুলনার তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার আন্ত:জেলা নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক বাগেরহাট বায়তুল লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

পুলিশের সামনেই সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

 

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে নড়াইল সদরের আউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের সামনেই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি নড়াইল প্রতিনিধি সজীব রহমান।

এ বিষয়ে তিনি বলেন , স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই। এ সময় পুলিশ কাউকে আটক না করায় আমরা রওনা দেই। পথে আমার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা জানতে চান আমি কীভাবে খবর পেয়েছি আর কেনো এখানে এসেছি। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমার জামা ধরে টানাটানি করে। পুলিশের সামনে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।

পুলিশ জানায়, স্থানীয় তরিক মণ্ডল নামের এক ব্যক্তি ছাত্রলীগ নেতা মীমকে প্রতিবেশী নারীর বাসা থেকে গভীর রাতে বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাড়িটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সংবাদ সংগ্রহের জন্য সজীব রহমান ঘটনাস্থলে গেলে মীম ও তার অনুসারীরা পুলিশের সামনে সময় সংবাদের প্রতিনিধির ওপর হামলা করে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বলেন, ‘আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে গন্ডগোল হচ্ছে। ঘটনাস্থলে গেলে তরিক মণ্ডল নামের এক ব্যক্তি জানান, গভীর রাতে পাশের বাড়ির এক নারীর রুম থেকে ওই ছাত্রলীগ নেতাকে বের হয়ে যেতে দেখেন স্থানীয়রা।

 

এ সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যেহেতু ওই নারীর রুমের ভেতর মীমকে পাওয়া যায়নি তাই কারও অভিযোগ থাকলে থানায় আসতে বলি। তখন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজীব রহমান ঘটনাস্থলে গিয়ে আমার কাছে জানতে চান। এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি। আর সজীব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে পথিমধ্যে তার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা হামলা চালায়।’
উক্ত ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানাজায় ।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park