মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নবগঙ্গা নদীতে মিলল সুফিয়া ( ৯) নামের এক শিশুর লাশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর সংলগ্ন নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করেছে বড়দিয়া নৌপুলিশ।
লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম সুফিয়া (৯)। সে কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। সে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। স্বজনরা জানান,গতকাল বুধবার আনুমানিক ৯ টার সময় কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস হাত দিয়ে ইট ভাটায় তার বাবাকে ভাত দিয়ে ফেরার পথে সে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার স্বজনরা সন্ধান পাননি।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ইসলামপুর নবগঙ্গা নদীতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে বড়দিয়া নৌপুলিশ এসে বিবস্ত অবস্থায় নদী থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশের এস,আই বিল্লাল বলেন স্থানীয়রা খবর দিলে আমরা এসে লাশটি উদ্ধার করি শরীরের কোথাও কোনো আঘাতে ছিল আমরা দেখতে পাইনি।ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।