কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশদের জন্য ছাতা সহ হেলমেট দেওয়া হয়। কারণ সারা জেলা জুড়ে চলেছে তিব্র তাপদাহ। এই গরমের মধ্যে রাস্তায় দায়িত্ব পালন করেছেন বারুইপুর জেলা পুলিশের কয়েক হাজার ট্রাফিক পুলিশ। তাদের তাপমাত্রা বৃদ্ধি হাত থেকে এবং তাপদাহ থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক পুলিশ সুপার শ্রী গৌতম চট্টোপাধ্যায় ও বারুইপুর জেলা পুলিশের সুপার হেডকোয়ার্টার ইন্দ বরন ঝা আই পি এস।
এদিন বারুইপুর জেলা পুলিশের কার্যালয় থেকে ট্রাফিক পুলিশের জন্য ছাতা হেলমেট ও গরম থেকে রক্ষা পেতে বিভিন্ন সরমজাম তুলে দেওয়া হয়। এর ফলে বারুইপুর জেলা পুলিশের অধীনে কয়েক হাজার ট্রাফিক পুলিশের ডিউটি করতে সুবিধা হবে। সেই সঙ্গে মিনারেল ওটার সহ বিভিন্ন ধরনের সরমজাম তুলে দেওয়া হয়।।