তীব্র তাপদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে আম, লিচু, কাঠালসহ নানা ধরনের ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।
আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ০৯টায় খুলনা খালিশপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খোলা আকাশের নীচে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসল্লীরা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন খালিশপুর বাইতুল আকরাম জামে মসজিদের ইমাম মুফতি মেজবাহ উদ্দিন।
নামাজে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেনসহ হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন।নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র সহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।