কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আগামী ১তারিখেশেষদফায়পশ্চিম বাংলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। এখনও বহুদিন বাকি। ঠিক সময় নস্ট করতে চাননা পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতৃত্ব। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নেতৃত্ব র নির্দেশ মেনে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত বিভিন্ন যায়গায় তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।
সেই সঙ্গে জনসংযোগ করা হয়। এই বিশাল রোড শো থেকে তৃনমূল দলের প্রার্থী বাপি হালদার তিনি চোট বড় সকলের কাছে ভোট দেবার জন্য আবেদন করেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ উন্নয়নের সামিল হবার ডাক দেন। এবং পশ্চিম বাংলার মাটি থেকে বিজেপি কে বিদায় দেবার জন্য আবেদন করেন।
আজকের এই ঐতিহাসিক তৃনমূল দলের রোড শো তে উপস্তিত ছিলেন পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি ও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মধক্ষ্য মুজিবুর রহমান মোল্লা এবং পশ্চিম বাংলার এস টি ও ওবেসি সেলের নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অবজারভার শ্রী মানবেন্দ্রনাথ মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান হাজী মোবারক ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য শ্রীমতী আন্জুয়ারা বেগম ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও কালিকাপোতা গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান সাদিক মোল্লা এবং উত্তর কুসুম অঞ্চলের সাবেক প্রধান ও তৃনমূল দলের অন্যতম নেতা কুতুবউদ্দিন লস্কর এবং মগরাহাট।
পশ্চিমের ব্লক তৃনমূল দলের মহিলা নেত্রী রাইহানা পারভীন এবং উত্তর কুসুম অঞ্চল তৃনমূল দলের সভাপতি এহসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা সহ বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব। আজকের এই রোড শো টি উত্তর কুসুম অঞ্চল থেকে পরিক্রমা করে ঘোলার মোড়ে শেষ হয়।।এই মিছিলে অংশ নেওয়ার জন্য সকলকেই অভিনন্দন জানান মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং ব্লক অবজারভার শ্রী মানবেন্দ্রনাথ মন্ডল।।