দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মুরাদিয়া ইউনিয়নে, চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে বৈশাখী সাহা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস-ভক্ত বাড়ি সড়কের মজুমদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৈশাখী সাহা উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিমাই চন্দ্র সাহার মেয়ে। সে কচা বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা যায়, ২ দিন আগে বৈশাখী সাহা তার ছোট বোন শ্রাবণী সাহা, চাচাতো ভাই লিটন চন্দ্র সাহা, চাচাতো বৌদি তন্দ্রা ভক্তের সঙ্গে দক্ষিণ মুরাদিয়ায় শ্যামল ভক্তের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন বিকালে ঘুরতে বের হয়ে অটোরিকশাযোগে ভক্ত বাড়ির দিকে ফিরছিলেন। মজুমদার বাড়ি এলাকায় পৌঁছালে চলন্ত গাড়ির চাকায় গলায় পেঁচানো নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস লাগে। সঙ্গে সঙ্গে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান, তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।