1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

পশ্চিম বাংলা জামাতে ইসলামী হিন্দের মগরাহাট পশ্চিম শাখার উদ্দোগে একটি ঈদুল ফিতরের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ পশ্চিম বাংলা জামাতে ইসলামী হিন্দের মগরাহাট পশ্চিম শাখার উদ্দোগে একটি ঈদুল ফিতরের প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় মগরাহাট পশ্চিমের উস্তিতে। এ অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ উপস্তিত ছিলেন। প্রথমে পবিত্র কুরআন মাজিদ পাঠ করেন হাফেজ মাওলানা মাসুদ গাজী সাহেব। পরে উদ্বোধনী ভাষণের সভা শুরু করেন মগরাহাট পশ্চিমের জামাতের বর্তমান সভাপতি ফরিদুল ইসলাম সরদার। তিনি আগত সকল ধর্মের মানুষের কাছে পবিত্র ঈদুল ফিতরের গুনাগুন শোনান। এবং দীর্ঘ একমাস সময় ধরে মহান আল্লাহর নির্দেশ মেনে রমজান মাসের রোজা পালন করেন মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা। সেখানে কঠোর পরিশ্রম করে এবং বহু কিছু মান্যতা দেওয়া হয় মুসলিম ধর্মপ্রাণ মুসলমাদের জীবন ব্যাবস্থা মাধ্যমে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার মানবাধিকার সংগঠন এর বন্দী মুক্তি কমিটির সভাপতি শ্রী ছোটন দাস, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন আন্দোলনের কথা তুলে ধরেন। সেই সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি কারী বিজেপি ও আর এস এস কে মানুষের কাছ থেকে দূরে থাকতে বলেন।

তিনি মহান ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় খিলাফত ও ওহাবী আন্দোলনের সময় মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের অবদানের কথা তুলে ধরেন। তার বক্তব্য পরে ভাষণ দেন পশ্চিম বাংলা র জামাতে ইসলামী হিন্দের আমীর ডাক্তার মসিহুর রহমান সাহেব, তিনি পবিত্র রমজান মাসের বিভিন্ন দিক নিয়ে মানব কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছিল সমাজ সংস্কারক তার ব্যাখ্যা করেন।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জামাতে ইসলামী হিন্দের আমীর মনোয়ার আলী পৈলাণ। এবং শিক্ষাবিদ ও সমাজসেবক পশ্চিম বাংলা সরকারের শিক্ষা রত্ন মাস্টার হাসেম সাহেব এবং বিশিষ্ট সমাজসেবক ডাক্তার তারিক জামান সেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক বিভিন্ন ধর্মের অনুসারী উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park