স্টাফ রিপোর্টার
একটি মানবিক সহযোগিতার আবেদন “অর্থ সংকটে থমকে রয়েছে ফরিদপুর জেলার মো: রাব্বি মন্ডলের চিকিৎসা”
ফরিদপুর জেলার মো: রাব্বি মন্ডল প্রচন্ড অসুস্থ ( কিডনি ড্যামেজ) হয়ে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে ভর্তি রয়েছে।
ডাক্তারে ভাষ্য অনুযায়ী একটি কিডনি প্রতিস্থাপন করতে গেলেও ৬ থেকে ৭ লক্ষ টাকা মতো খরচ হবে যেটা অনেক ব্যয়বহুল যা রাব্বির পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। রাব্বির বাবা স্টক করে মারা গিয়েছেন এক বছর আগে। রাব্বি ঢাকায় ছোট একটা ফার্নিচার এর দোকান এ কেমিক্যাল এর কাজ করে পরিবার চালাতো।।
রাব্বি চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন তাই আপনাদের সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছে রাব্বির পরিবার। একি সাথে তারা সমাজের বিত্তবান এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন
আপনাদের সকলের দোয়া এবং আর্থিক সহযোগিতায় সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারে রাব্বির জীবন।
আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ(পার্সোনাল):
০১৩০৭০৬৫৪৬০ , যোগাযোগ পরিবার- ০১৩০৭০৬৫৪৬০