খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিকদার লিয়াকত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন।
বৃহস্পতিবার (০৭ডিসেম্বর) রাত ৯টায় আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সিকদার লিয়াকত হোসেন বার্ধক্য জনিত কারনে খুলনা আবু নাছের হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা ইতনা পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,ইতনা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডর কাজী আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ তবিবর রহমান,শেখ রেজাউল ইসলাম, সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ইতনা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে ইতনা পূর্বপাড়া কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।