মোঃ আলমগীর হোসেন জয় রামগঞ্জ প্রতিনিধি
এই ঈদে ফ্যাশনের জগতে রামগঞ্জের বুকে জনতা ইউনিটি টাওয়ারের ২য় তলায় তুবা ফ্যাশন শপ নিয়ে এলো বাজারের সেরা ব্যান্ড উন্নতমানের পোশাক সামগ্রী এখানে রয়েছে দেশি-বিদেশি সেরা ব্যান্ডের প্যান্ট, ক্রেতাদের চাহিদা সম্পন্ন উন্নত মানের গেঞ্জি শার্ট ও জ্যাকেট সহ যাবতীয় পোশাক সামগ্রী পাইকারি ও খুচরা সুলভ মূল্যে বিক্রয় করা হয়।তুবা ফ্যাশন শপ এর পরিচালক শাহাদাত হোসেন জানান, আমাদের এখানে রামগঞ্জ বাজারের পাইকারি ও খুচরা দোকানদার ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ,আমাদের প্রতিষ্ঠান থেকে উন্নত মানের পোশাক সামগ্রী সুলভ মূল্যে পাইকারি দরে ক্রয় করে,আপনার খুচরা দোকান থেকে বিক্রি করলে লাভবান হতে পারবেন।
তাই খুচরা বিক্রেতাদের আর যেতে হবে না ঢাকা চট্টগ্রাম, সুলভ মূল্যে আমরা দিচ্ছি ক্রেতাদের মনমুগ্ধকর চাহিদা সম্পন্ন উন্নত মানের দেশি-বিদেশি ব্র্যান্ডের পোশাক সামগ্রী , রামগঞ্জ জনতা ইউনিটি টাওয়ারের ২য় তলায় তুবা ফ্যাশন শপ এ আপনাদেরকে স্বাগতম। মানসম্পন্ন, কোয়ালিটি সম্পূর্ণ সুতাতে তৈরি, গার্মেন্টস প্রোডাক্ট, তুবা ফ্যাশন সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছে, সন্তুষ্টজনক প্রোডাক্ট।আসুন জনতা ইউনিটি টাওয়ারে দোতালা, তুবা ফ্যাশান, এর ভিতরে এসে দেখে আপনাদের পছন্দমত খুচরা দোকানে নিয়ে, কাস্টমারকে সন্তুষ্ট জন্য প্যান্ট শার্ট গেঞ্জি ও জ্যাকেট দিতে পারবেন। তাই আজই যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে, অথবা সরাসরি চলে আসুন ইউনিটি টাওয়ার, রামগঞ্জ বাজার, থানা রোড রামগঞ্জ লক্ষ্মীপুর।
যোগাযোগের ঠিকানা
প্রো:মো:শাহাদাত হোসেন,জনতা ইউনিটি টাওয়ার,থানা রোড, রামগঞ্জ, লক্ষ্মীপুর মোবাইল : ০১৭২১৩৭১০৫৬, ০১৬১১২১৬৬৬০।