1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রূপসায় পানের বরজে বিষাক্তদ্রব্য প্রয়োগে ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা খুলনার তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার আন্ত:জেলা নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক বাগেরহাট বায়তুল লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত প্রেসক্লাব রামপাল’ সাংগঠনিক সভা পাইকগাছায় জামায়াতের ইসলামীর আমীরে ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে র‍্যালি ও পথসভা। দুমকী উপজেলায়, তাবলীগ জামাতের ওলামা মাশায়েখরা, সাদিয়ানীদের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রধান। 

খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসা সরাঞ্জামাদি পাচারের সময় আটক ০১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালে রোগিদের বিপুল পরিমাণ চিকিৎসা সরাঞ্জামাদি পাচারের সময়ে হাতে নাতে সুমন সার্জারি নামের একজন চোর আটক হযেছে।

এসব চিকিৎসা সরাঞ্জামাদির মধ্যে রয়েছে পলিশি ক্যাথাটার,ইউরিন ব্যাগ,ক্যাথাটাল.ব্লাড সেট,স্যালাইন, হ্যান্ড গ্লোভস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকার মত। আটককৃত সুমন সার্জারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি একজন ওষুধ ব্যাবসায়ি আমার খুলনা হেরাজ মার্কেটে দোকান আছে। তবে দীর্ঘদিন যাবৎ আবুনাসের হাসপাতালের ইউরোলজি বিভাগের নার্স ইনচার্জ তহমিনা খাতুন,ও কার্ডিওলজি বিভাগের নার্স ইনচার্জ সোনিয়া খাতুন আমার কাছে এই রোগীদের জন্য বরাদ্ধ চিকিৎসা সরাঞ্জামাদি বিক্রি করত।আমি নিজেই এসে স্কুলের ব্যাগে করে ওষুধ ও চিকিৎসা সরাঞ্জামাদি নিয়ে আসতাম।

এ বিষয়ে আউট সোর্সিং কর্মচারী মোসাম্মাদ নুরজাহান বলেন, আমি প্রায় সময়ে দেখতাম যে এই লোকটি নার্স ইনচার্যের সাথে দেখা করে।আর দুটি তিনটি স্কুল ব্যাগ ভর্তি রোগীদের চিকিৎসা সরাঞ্জাদি নিয়ে যায়। তবে আমি নার্স ইনচার্য’র ভয়ে কিছু বলতে পারিনি। আজ সকাল সারে দশটায় সময়ে আবার এই লোকটিরেক দেখতে পেয়ে আমি নজরদারি করতেদ শুরু করি। লোকটি যখন ব্যাকে করে নিয়ে চলে যাচ্ছে আমি তাকে আটকানোর চেষ্ট করলে পিছন থেকে নার্স তহমিনা আমার মুখ চেপে ধরে বলে কোন চিৎকার করবিনা। এই বলে আমার সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে আমি তার কাছ থেকে দৌড়ে নিচে অপেক্ষা থাকা এ্যাম্বুলেন্স চালক টিপুকে ঘটনার সম্পর্কে অবগত করলে তিনি দৌড়ে যেয়ে এই চোরকে চিকিৎসা সরাঞ্জামাদি সহ হাতে নাতে আটক করে।

বিষয়টি নিয়ে নার্স সুপার ভাইজার শিলা রাণী বলেন, আমরা এর আগেও এই ঘটনার সম্পর্কে কিছুটা আচ করতে পেরেছিলাম। এখানে নার্স ইনচার্য দায়িত্ব থাকা নার্সরা বিভিন্ন সময়ে রোগীর চিকিৎসা সরাঞ্জামাদি,ওষুধ পাচার করছে। তবে হাতে নাতে আটক করা যাচ্ছিলোনা। আজ আউট সোর্সিং কর্মচটারী দেখতে পেয়ে তার চিৎকারে চোর আটক হযেছে।

এ বিষয়ে অভিযুক্ত নার্স ইনচার্য তহমিনা খাতুন ও সোনিয়া খাতুন এর বক্তব্য বলেন, আমরা এই ঘটনার সম্পর্কে কিছু জানিনা। আমাদের ফাসানোর চেষ্টা করা হচ্ছে। একটি মহল দীর্ঘদিন যাব্ৎ আমাদের পিছনে কুৎসা রটনা করে আসছে।

আবু নাসের হাসপাতালের মেট্রোন পারভিন আক্তার বলেন,আমি বিষয়টি সম্পর্কে শুনেছি আমাদের দুই জন নার্স ইনচার্য এর সহায়তা রোগীদের চিকিৎসা সরাঞ্জামাদি পাচার করবার সময়ে চিকিৎসা সরাঞ্জামাদি সহ একজন আটক হয়েছে। আমরা তদন্ত করছি আইনগত ব্যবস্থা নিব।

এ বিষয়ে শহীদ শেখ আবুনাসের হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, রোগীদের চিকিৎসা সরাঞ্জাদি পাচার করার সময়ে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যাক্তি জানিয়েছে যে দুইজন নার্স ইনচার্য জড়িত। আমরা ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়া আটকৃত চোরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষ হলে জড়িত অপরাধিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থ নিব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park