নাদিরুজ্জামান আজমল জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাবেলী বাড়ীতে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান আঃ এর জন্মদিন উপলক্ষে ১৬৬ তম মিলাদ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ১৫ রমজান, রোজ মঙ্গলবার অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু-র সভাপতিত্বে মিলাদ বিশ্বাস মানবতার কল্যাণে দোয়া পারিচালনা করেন অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মওলানা হাফেজ কারী আব্দুল গফুর।
এসময় উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ মেজবাহুল হোসাইন, হাফেজ মাজহারুল ইসলাম, মাওঃ রফিকুল ইসলাম আশরাফি, মাওঃ নিজাম আশরাফি প্রমুখ। প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন পীর মশায়েখ, আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন।