মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন তারাব ঘাট শাখা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জনাব মোঃ মঈন মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে জাহাজি মালিকদের কে উদ্দেশ্য করে বলেন আগামী ২৫ রমজানের মধ্যে আমার শ্রমিক ভাইদের বেতন বোনাস পরিশোধ করে দিবেন। তিনি আরো বলেন আমরা আপনাদের কাছে বেশি কিছু চাইনা আমাদের ন্যায্য পাওনা সময় মত বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার শ্রমিক ভাইরা যেন ঈদের আগে তাদের সন্তান-সন্ততির জন্য কেনাকাটা করে বাড়ি ফিরতে পারেন আর যদি সময় মতন বেতন বোনাস বুঝিয়ে না দেওয়া হয় তাহলে ঈদের পরে প্রস্তুত থাকুন আমার শ্রমিক ভাইদের সাথে মোকাবেলা করার জন্য।
বিশেষ অতিথি বলেন, সাবধান হয়ে যান যারা বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নে থেকে মালিকদের গোলামী করেন তারা এই সংগঠনে না থেকে মালিকদের বাসায় চলে যান , পরিচয় দিবেন শ্রমিক ইউনিয়নের দালালি করবেন মালিকদের হয়ে এটা হতে দেওয়া যায় না আপনারা দয়া করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবেন না আপনাদেরকে ও হুঁশিয়ার করে বলছি এখনো সময় আছে ভালো হয়ে যান অনেকের পক্ষে কাজ করুন শ্রমিকদের পাওনা আদায়ের সহযোগিতা করুন নয়তো কেউ পার পাবেন না।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালাল হাওলাদার সভাপতি বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন তারাব শাঁখা, জনাব হেলাল হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন তারাব ঘাট শাখা, জনাব মোঃ সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন তারাব ঘাট শাখা পাভেল খান জেলা শ্রমিক লীগের সদস্য,নিবির শ্রমিক নেতা,শাজন জাহাজি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সদস্য,বাবুল হোসেন শ্রমিক নেতা, রুহুল আমিন শ্রমিক নেতা প্রমূখ।