বিশেষ প্রতিনিধি
রোজায় দিনের বেলায় প্রকাশ্যে পানাহার ও ধুমপান থেকে বিরত থাকতে আহবান এবং ইমাম পরিষদের মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তারাবীহর নামাজে সকল মসজিদে অভিন্ন তেলাওয়াতের আহবান।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় ডাকবাংলা জামে মসজিদে খুলনা জেলা ইমাম পরিষদের জরুরি সভা ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, মাওলানা কারামত আলী, মাওলানা হেকমত আলী, মাওলানা আনোয়ার আযম মাওলানা মিরাজুল হক, মাওলানা জাফর সাদিক, হাবিবুলাহ বেলালি, নুর সাঈদ জালালি, ফয়সাল আহমদ প্রমুখ।
ইমাম পরিষদ নেতৃবৃন্দ আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। সকল প্রাপ্ত বয়স্ক মুসলিম নারীর উপর মহান আলাহ সিয়াম বা রোজা পালন করা ফরজ করেছেন। কাজেই আলাহর বিধান সকল মুসলিমদের পালন করতে হবে।
সভায় দিনের বেলায় প্রকাশ্যে পানাহার ও ধুমপান থেকে বিরত, সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত ও রমজান মাসে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি করা থেকে বিরত থাকতে আহবান জানানো হয়।
এ ছাড়া তারাবীহর নামাজে খতমে কুরআন এর ক্ষেত্রে সকল মসজিদে অভিন্ন তেলাওয়াত করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান হয়।
সভায় ইমাম পরিষদের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের সুস্থতা কামনা করে এবং সদ্য মৃত্যুবরন কারী মাওলানা মুনাওয়ার হোসাইন মাদানি হুজুর ও হাফেজ মাওলানা কবির হোসাইন-এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।