সাইফুল আলম দুলাল, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালন উপলক্ষে র্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঁঞা, কেন্দুয়া থানার তদন্ত অফিসার মোঃ ওমর কাইয়ুম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ ।