শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলার আড়ুয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬। মিরাজ ঐ এলাকার মোঃ আনসার মোল্লার ছেলে।
র্যাবের এক তথ্য বিবরণীতে জানা যায় যে, একই এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরীকে পূর্ব থেকেই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে আসছিল মিরাজ। তবে মিরাজ বিবাহিত হওয়ায় ঐ কিশোরী তার প্রস্তাবে রাজী ছিলনা।
এরই ফলোশ্রুতিতে গত ১১ ফেব্রুয়ারী
রাতে ঐ কিশোরী পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে ঘর হতে বের হলে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিরাজ তার দুই বন্ধুর সহযোগিতা নিয়ে কিশোরীকে জোর পূর্বক তার বান্ধবীর বাড়ীর পাশে হায়দার আলীর আম বাগানে নিয়ে ধর্ষণের উদ্যেশ্যে ধ্বস্তাধ্বস্তি করে। এক পর্যায়ে আসেপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে কিশোরীকে হুমকি দিয়ে চলে যায়। পরে বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানালে, কিশোরীর পিতা গত ১৫ ফেব্রুয়ারী ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে।
মামলার বিষয়ে র্যাব-৬ জানতে পেরে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শনিবার র্যাব-৬ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত ধর্ষণ চেষ্টা মামলার প্রধান পলাতক আসামী মিরাজ আড়ুয়াডাঙ্গা এলাকায় আত্নগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষে আড়ুয়াডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততা ছিল বলে স্বীকার করেছে মিরাজ। জিজ্ঞাসাবাদ শেষে আসামী মিরাজ কে ঝিনাইদহ সদর থানায় হস্থান্তর করা হয়েছে।