পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
ময়মনসিংহ থেকে মো: রবিউল ইসলাম হৃদয়
পল্লী মঙ্গল (পিএমকে) এর উদ্দ্যোগে ময়মনসিংহের এিশাল উপজেলা শাখায় রোজ মঙ্গলবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আনুঠিত উত্ত কর্মসূচির মাধ্যমে (পিএমকে) এর সদস্য ও স্থানীয় জন সাধারনের চোখ স্বাস্থ্য সেবা ফ্রি ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর কার্যালয় ভবনে প্রতিষ্ঠানটির অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধনে প্রায় নয় শতাধিক রোগীর চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার জনাব মোহাম্মদ বজলুর রহমান,হেল্প ইন চার্জ মোঃ খাইরুল বাশার,ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মমিন ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
পল্লী মঙ্গল কর্মসূচি প্রতি বছরের ন্যায় বর্তমান বছরের সারা বাংলাদেশ ১৬৮ টি ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করে আসছে। এতে সংস্থাটি সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের স্থানীয় সর্বমহলে ব্যাপক সুনাম ছড়িয়ে। পল্লী মঙ্গল কর্মসূচি এিশাল থানায় মাইক্রোকাইন্যাশ,স্বাস্থ্য ওয়াস কর্মসূচি পরিচালনা করছেন।