ফাতেমা আক্তার ইভা নারায়ণগঞ্জ
জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অভিষেক অনুষ্ঠানের সভায় সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও বস্তুনিষ্ঠ সাংবাদিক ব্যবসায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মাহমুদুল হাসান (সম্রাট)। এই সম্মাননা স্মারক প্রদান করেন প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম,এবং মহাসচিব খন্দকার মোঃ মাসুদুর রহমান দিপু, আহমেদ ফিরোজ কবির (সংসদ সদস্য পাবনা-২)
আজ (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জমকালো আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের অডি-টোরিয়াম হল রুমের মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই স্মারক প্রধান কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুস শহীদ (মাননীয় কৃষিমন্ত্রী), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ ফিরোজ কবির সংসদ সদস্য পাবনা-২, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মোঃ মাসুদুর রহমান দিপু, যুগ্ন মহাসচিব ও লায়ন মোঃ সোবাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদ মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, যুগ্ম মহাসচিব হাসান আলী, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান (সম্রাট) মহিলা সম্পাদিকা সাংবাদিক মাহমুদা ইভা, আন্তর্জাতিক সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ শিহাব উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মোঃ সোহাগ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক মাহমুদুল হাসান (সম্রাট) বলেন জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমাকে ব্যবসায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রধান করেন। বিশেষ স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেয়ে আমি ধন্য,ও আল্লাহর প্রতি চির কৃতজ্ঞতা, এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।