খুনের মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
আশিকুর রহমান চয়ন
গত ১০ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের একটি ক্ষেত থেকে ভাঙ্গা থানা পুলিশ কৃষক হাবিবুর রহমান বেপারী এর লাশ উদ্ধার করে।
রবিবার উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। পরিদর্শন শেষে তিনি নিহতের পরিবারের সাথে সাক্ষাত করেন। এবং ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে মর্মে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন তালাত মাহমুদ শাহানশাহ, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, মামুনুর রশিদ, অফিসার ইনচার্জ, ভাঙ্গা থানা, এছাড়াও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।