এমরান হোসেন সোহাগ, চাটখিল প্রতিনিধি
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন মমিনপুর দাখিল মাদ্রাসায় ১২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১ টায় মাদরসার হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রসার সুপার মাওলানা শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড মমিনপুর এর ইউপি সদস্য মাকসুদুর রহমান, সাংবাদিক সলিম উল্যা, সমাজ সেবক শাহ আলম ও সাংবাদিক এমরান হোসেন সোহাগ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও জীবনে আলোকিত মানুষ হওয়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা বৃন্দ ও এলাকার সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের দোয়া পারিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।