নড়াইলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
মোঃ মিলটন শেখ নড়াইল
নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের আলীগঞ্জ(ফেদী) বাজারের জিয়া সুপার মার্কেট চত্বরে গোল্ডেন স্টার গার্মেন্টস এর উদ্যোগে রবিবার (২৮ জানুয়ারী) আসর বাদে ১ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলীগঞ্জ(ফেদী) বাজারের সভাপতি সমাজ সেবক মো: আবুল কালাম মোল্যার সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব রহুল মোল্যা এবং তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,মুফতি ওয়াকিউজ্জামান সাহেব খতিব নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ ।
তাফসিরুল কুরআন মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি ইয়াসিন আল-আজহারী,নড়াইল -তাফসিরুল কুরআন এন্ড কোরানিক সাইন্স,আল-আজাহার বিশ্ব বিদ্যালয় মিশর।
তাফসিরুল কুরআন মাহফিলে তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুফতি খালিদ হাসান সাহেব -শিক্ষক দারুন নাজাত কওমী মাদ্রাসা লোহাগড়া নড়াইল।
তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের সাহেব -ইমামও খতিব চালিতাতলা জামে মসজিদ নড়াইল।
তাফসীরুল কুরআন মাহফিলে আলীগঞ্জ(ফেদী),পাইকমারী,মহিষখোলা, চালিতাতলা ও সারুলিয়া সহ বিভিন্ন এলাকার নারী-পুরুষ শত শত মুসল্লিরা অংশ নেয়।
বর্তমান সময়ে বাংলাদেশের ব্যাপক আলোচিত শরিফ- শরিফার গল্প নিয়ে তুমুল আলোচনার ঝড় তোলেন মুফতি ইয়াসিন আল- আজহারী।
দোয়া ও মাহফিল শেষে উপস্থিত মুসল্লী ও এতিমদের মাঝে খাবার বিতরন করেন স্টার গোল্ডেন প্রতিষ্ঠানের কতৃপক্ষ।