কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা পরীক্ষা করেন। বাংলাদেশের মানুষ কোন পক্ষে আছে। নির্বাচন নিয়ে এত টালবাহানা শুরু করেছেন কেন? এতদিন ক্ষমতায় থাকতে চান কেন?
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জনসভায় এ কথা বলেন তিনি। এই দেশে এখন নির্বাচন হলে ৯৯ শতাংশ সিট পাবে বিএনপি। বলছি দ্রুত নির্বাচন দেন। নির্বাচন দিতে যত দেরি করবেন দেশ তত জটিলতার মাঝে যাবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে।
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম।