মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা বোদা পৌরসভার ১নং ওয়াট কলেজ পাড়ায় যুব সংঘের আয়োজনে লুডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বমোট আটটি টিম উক্ত খেলা অংশ নেয়,বহু দূর দূরান্ত থেকে খেলয়ার এসে উক্ত খেলায় অংশগ্রহণ করে।
গতকাল রাত দশটায় লুডু ফাইনাল প্রতিযোগাটি অনুষ্ঠিত হয়। লুডু টুর্নামেন্টে ফাইনালে জয়লাভ করে আলিফের দল। উক্ত লুডু টুর্ণামেন্টে অসংখ্য মানুষের উপস্থিতি দেখা যায়। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্যই মূলত এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উক্ত খেলার পরিচালক মোঃ হায়দার আলী, টিম ম্যানেজার হিসেবে খেলাটি সুষ্ঠুভাবে দিকনির্দেশনা দিয়েছেন লুডু টুর্নামেন্টের ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম। লুডু টুর্নামেন্টে প্রথম বিজয়ীদের দুটি হাস দেওয়া হয়, দ্বিতীয় বিজয়ীদের দুটি মুরুক দেওয়া হয়।