ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার
১৬ই ডিসেম্বর সোমবার ২০২৪ চাষাড়া সকাল 9টা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আইন কলেজ থেকে পুষ্প বিতরণ করেন।
নারায়ণগঞ্জ জেলা আইন কলেজ ছাত্র ফোরামের সভাপতি খন্দকার সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি মহিউদ্দিন এবং আইন কলেজের৷ 2000 _ 2021 ব্যাচ ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা নেতৃত্বে স্লোগানে রেলি নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত স্লোগান মিছিল শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন আইন কলেজের প্রিন্সিপাল সাক্ষাওয়াত হোসেন ভূঁইয়া তিনি বলেন জাতির শ্রেষ্ঠ সন্তানের হারানোর দিন আজ। ১৯৭১ সালে জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার আল বদর আলশামসু বাহিনী এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের ভেতরে হত্যা করে নৃশংসতম ও বর্বরোচিত সেই হত্যাযজ্ঞ। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিকচিন্তাবিদগণকে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে ভয়াবহ ভাবে নির্যাতনের পর হত্যা করা হয়।
তারপর ঢাকায় মিরপুর রাই বাজারে বিভিন্ন গনকবরে তাদের মৃত দেহ পাওয়া যায়। ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর আত্মীয়-স্বজন মিরপুর ও রাজারবাগ বধ্যভূমিতে স্বজনের মৃত্যু। সনাক্ত করেন।প্রায় সবার দেহ ছিল হাতের চিহ্ন। চোখ হাত পা বাঁধা। কারো কারো শরীরে একাধিক গুলি। অনেক হত্যা করা হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। বিজয়ের এই মাসে দেশে বিদেশে অবস্থানরত সবাইকে জানাচ্ছি মহান বিজয়ের শুভেচ্ছা। ডিসেম্বরের এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধাভরে কি করছিস সেই সব বীর শহীদের কথা চাঁদের আত্মত্যাগের বিনিময় আমরা স্বাধীন সোনার বাংলাদেশ পেয়েছি। সেই সব বীর বীর শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। ১৬ই ডিসেম্বর বিজয়ের আমাদের আনন্দ গণতন্ত্র ফিরে আসুক। পথ চলা, সব, অন্যায় মুছে দিয়ে, স্বাধীন বাংলাদেশ কে নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকা এটাই হোক বিজয় দিবসে প্রত্যাশা।
এসময় আরো উপস্থিত ছিলেন আইন কলেজের শিক্ষক নারায়ণগঞ্জ জজ কোর্ট এডভোকেট মোহাম্মদ সালাহউদ্দিন ভূইয়া, শিক্ষক নারায়ণগঞ্জ জজ কোর্ট এডভোকেট আবু রায়হান, শিক্ষক অ্যাডভোকেট রাসেল।
নারায়ণগঞ্জ জেলা আইন ছাত্র ফোরামের সভাপতি খন্দকার মো:সাদ্দাম হোসেন তিনি বলেন ১৬ ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। 2 কোটি জনতার বিজয়ের নিশান স্বাধীন বাংলার স্বাক্ষর। বিজয়ের মানে একটি লাল সবুজের পতাকা জয় মানে একটি গর্বিত জাতি, বিজয়ী মানে অস্তিত্ব।৷ বীর সৈনিক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ রক্ত বিনিময়ে আমাদের এই সোনার বাংলাদেশ এবং আমার দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। লাখ শহীদের আত্মত্যাগের সোনার বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আপন যখন নিজে দেশের সম্মান বিদেশে বেড়াতে পারবেন তখনই আপনার সম্মান বাড়বে , আর তখনই হবেন আপনি গর্বিত বাঙালি সবাইকে বিজয়ের দিবসের শুভেচ্ছা।
উক্ত সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইন ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মো:ফজলে রাব্বি মহিউদ্দিন তিনি বলেন লাখো শহীদের স্মরণে হাজার মিনিস্র শ্রদ্ধা জানাচ্ছি। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই বাংলার স্বাধীন দেশ বাংলাদেশ এই দেশ আমাদের ভালবাসার দেশ, আমাদের গর্ব এই দেশ। আমাদের স্বাধীন চেতনার প্রেরণা। ১৬ ডিসেম্বর দিবসে সবাইকে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা আর শহীদদের মাগফিরাত কামনা করছি সংগ্রামী নারী নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা । মো শাহিন খন্দকার , স্মৃতি, তিন্নি , মো শাহিন খন্দকার, প্রশান্ত, শাওন, মনি, লতা হীরা চম্পা, , জাহিদ , মুন্না, শাহেদ, মনিরুল,, মনিরা , মাসুদ, মাহবুবা মন,
মাসুম, মাসুদ, মনির, মনিরুল, লামিয়া, রোনা,, দোলা, মামুন, প্রমূখ অন্যন্য নেতৃবৃন্। বলেন ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। এদেশে আমার গর্ব এ বিজয় আমার প্রেরণা। রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানায় হাজারো বিনশ্র শ্রদ্ধা এবং সালাম
। এিশ লক্ষ শহীদের রক্তের তেজ ছড়িয়ে নিয়ে যাক আমাদের চেতনায়। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই। উপস্থিত ছিলেন ল কলেজে ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা
২০২১ ব্যাচ ফাতেমা আক্তার মাহমুদা ইভা একটা কবিতা বলেন। নিজের হাতের লেখা কবিতা পড়ে শোনান। লেখিকা , ফাতেমা আক্তার মাহমুদা ইভা।
চেনা শহর ১৬ই ডিসেম্বর
১৬ ই ডিসেম্বর এই শহরে চেনা শুভেচ্ছা সেলফোন ডিসেম্বর এই শহর।
আমাদের একটা ১৬ ই ডিসেম্বর এই শহরের সবই নিয়নের বিজ্ঞাপন তারা জানে না সেই বিযণ্ন কার্ডিরগান তোমার অতীতটাকে। তারা জানে না প্রতি ডিসেম্বর কুয়াশায় লেখা ছন্দ নাম কিছু ভেজা অভিমান নিয়ে, তুমি একা হেঁটে যাবে শহরের রাস্তায় হাত ধরে। আামর ভেজা ডায়েরির পাতায় জুড়ে হবে, কিছু না বলা কথা তবুও আমাদের সেই ডিসেম্বরের বিকেল গুলো আর ফিরে আসবে৷ না। হয়তো দেখা যাবে আজও রমনাপার্কে নতুন শাড়ির ভাঁজে স্কুল পড়ুয়া মেয়েরা ভালোবাসার মেলা বসবে কেউ কত নতুন প্রেমিকার হাত ধরে, কেউ বা দেখবে ঘরবাধার স্বপ্ন, দেখবে কলেজ পাশ করা বেকার ছেলেরা, সন্ধ্যা কোথাও কি রেখে যাবে বাঁশি? গানের মধ্যে হেঁটে যায় কত বাবু কাউকে থামানোর চেষ্টা করাই পথ ফুরোই না। ছায়ার ওপর হেলে পরে দ্রত মরে যাওয়া কথা ঠুটের ফাঁকে মিছিল ভেঙ্গে ফিরে যায় বাড়ি।
বছর শেষ সময় পার করেছে, দেওয়ালের পড়ে আছে শুধু ডিসেম্বরের পাতা। এক একটা থরথর করে কাঁপছে লটকন পাতার মতো। ক্লান্ত কৃষক, তোমাকে তোমার জন্য অনুসন্ধানরত রাখতে দিচ্ছে না, আর কয়েকশো কুয়াশা ফোটা নোনাজলে চুপশে গেছে দিগন্তের শরীর।
এখন শুধু অন্ধকারের জীবন বেঁচে আছে বিকেল, সন্ধ্যা,অদৃশ্য সমস্ত অন্ধকারের বৃত্তে বন্দী। এইভাবে কি থমকে থাকবে এই শহর? বার বার কি ? মনে করিয়ে দেবে আমাদের একটাই ১৬ ই ডিসেম্বর ছিল।
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনে বাঙালি জাতির অহংকার আমার প্রিয় বাংলাদেশ এই দেশ আমার গর্ব এই বিজয় আমার প্রেরণা। যাদের রক্তে অর্জিত হয়েছে স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজার বিনশ্র শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।