হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলা গণ অধিকার পরিষদ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার ১৬ই ডিসেম্বর সকাল ১১টায় বাগেরহাটের দশানী মোড়, ধানসিঁড়ি হোটেলের সামনে, বালুর মাঠে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সহ-সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা রেসা। বাগেরহাট জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম- আহ্বায়ক দুলাল ফারাজী, রমিজুল ইসলাম রবি, বাগেরহাট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ রাজ, সিনিয়র সহ-সভাপতি মাঈনুল ইসলাম, সাবেক সভাপতি ফিরোজ রেজা, বাগেরহাট জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক তাজ ইসলাম রনি, আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গণ অধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ভিপি নুরুল হক নুরের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ১৯৭১ সালে নয় মাস রক্ত ক্ষয়ি সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম কিন্তু ফ্যাসিস্ট সরকার ও তার দোসোরেরা আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিলো। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে গত ৫ আগস্ট আবারো বিজয় ছিনিয়ে এনেছে। যার কারনে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাগেরহাটে কোন সভা সমাবেশ করতে পারেনি, ফ্যাসিস্ট সরকারের দোসোরেরা আমাদের সকল অধিকার কেড়ে নিয়েছিলো।
বক্তারা আরো বলেন, আমরা এই বিজয়কে অক্ষুন্ন রেখে আগামী দিনগুলোতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, গণধিকার পরিষদ ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।