শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে গৌরবাম্বিত এ দিনটির সকল কর্মসূচিতে উপজেলা প্রশাসন। এ দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এ সময়ে স্ব স্ব সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯ টায় পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা এবং আড়ম্বরপূর্ণ বিজয় মেলা হয়। পরবর্তী সময়ে উপজেলা মুক্তি যোদ্ধা ভবনে বীরমুক্তিযোদ্দা শহিদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্মানে সংর্বধনা দেওয়া হয়। সুবিধা জনক সময়ে হাসপাতাল, এতিম খানা,শিশুকেন্দ্র এবং প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশ করা এবং উপজেলা শিক্ষা ভবন ও স্ব স্ব প্রতিষ্ঠানে মুক্তি যোদ্ধাভিত্তিক শিশুদের চিত্রংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলায় সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধদের বিদেহী আত্মার শান্তি ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্দাদের শান্তি কামনা করে মোনাজাত ও প্রথনা করা হয়। বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে প্রতিফুটবল এবং মহিলাদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্দা ভবনের হলরুমে সকাল ১০ টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, কৃষি অফিসার কৃষি বিদ মোঃ শফিকুল ইসলাম, মৎস্য অফিসার প্রবীর কুমার দাম,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।