সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার (১৫ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার গেড়াখালী হতে ১৯ বোতল ভারতীয় মদ, কালিয়ানী বিওপির সদস্যরা কালিয়ানী হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা, চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়ার উত্তর চান্দুরিয়া হতে ৬ বোতল ভারতীয় মদ আটক করে।
এদিকে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা কালিয়ানী নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির সদস্যরা কুশখালী মাঠ হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা চারাবাড়ি নামক স্থান হতে ২৪ হাজার টাকা মূল্যের ৮ পিস ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাদিয়ালী এবং গেড়াখালী আমবাগান হতে ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রী পিচ এবং ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়ার চান্দুরিয়া হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।আটককৃত ভারতীয় মালামালের মূল্য সাত লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা।