মো:আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাজ্জাদুর রহমান(২২) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সাজ্জাদুর রহমান লোহাগড়া উপজেলার বসুপটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ১৫ ডিসেম্বর’ রবিবার সকালে এড়েন্দা চৌরাস্তা মোড় এর পুর্ব দিকে ফুটবল খেলার মাঠের দক্ষিনে নড়াইল টু ঢাকা মহাসড়কের পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই ওবায়দুল্লাহ্ শেখ, এসআই মোঃ মাহাবুব আলম সিদ্দিক ও এএসআই মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাজ্জাদুর রহমান কে গ্রেফতার করে।স্থানীয় সূত্রে জানা গেছে সাজ্জাদুর রহমানের এড়েন্দা বাস স্ট্যান্ড এলাকায় কম্পিউটারে দোকান রয়েছে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।