1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

নড়াগাতীর থানার চোরখালি গ্রামে চুরির ঘটনায় মামলা দায়ের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার

গত ১০ ডিসেম্বর রাত অনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে বাড়ির মালিক মোঃ ওবায়দুর রহমান খান ওহিদুল এর সাথে কথা হলে তিনি বলেন, রাতে আমি ও আমার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ি। গত (১০ ডিসেম্বর) রাত অনুমানিক ১১টা ৩০ মিনিট হতে সকাল ০৭টার মধ্যে আমার বসত ঘরে সিধ কেটে চুরি হয়।

পরবর্তীতে ১১ ডিসেম্বর সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের ষ্টীলের আলমারি খোলা এবং আলমারির ভিতরের জিনিসপত্র, কাপড়চোপড় ছড়ানো ছিটানো ও অগোছালো এবং আলমারির পাশে একটা সুড়ঙ্গ কাটা। আমার ঘরটি উত্তর পোতায় মাটির ডোয়ার উপর টিনের বেড়া ও টিনের চাল।

অজ্ঞাতনামা চোর আমার বসত ঘরের পূর্ব পাশে সিধ কেটে ঘরের ভিতরে ঢুকে আমার ঘরের আলমারি থেকে নগদ ৭০,০০০ (সত্তর হাজার) টাকা, ১৫ আনা স্বর্ণের ০২ টি আংটি যার আনুমানিক বাজার মূল্য ১,২৯,৩৭৫- (এক লক্ষ উনত্রিশ হাজার তিনশত পঁচাত্তর) টাকা, ১ ভোরি ৮ আনা ওজনের ২ জোড়া স্বর্ণের কানের দুল যার আনুমানিক বাজার মূল্য ২,০৭,৬০০ (দুই লক্ষ সাত হাজার ছয়শত) টাকা,।

১ ভোরি ২ আনা ওজনের ১ জোড়া হাতের চুড়ি যার আনুমানিক বাজার মূল্য ১,৫৫,৭০০ (একলক্ষ পঞ্চান্ন হাজার সাতশত) টাকা, ১ ভোরি ৮ আনা ওজনের ২ জোড়া স্বর্ণের গলার চেন যার আনুমানিক বাজার মূল্য ২,০৭,৬০০ (দুই লক্ষ সাত হাজার ছয়শত) টাকা, ৩ আনা স্বর্নের একটি লকেট যার আনুমানিক বাজার মূল্য- ২৫৯৫০- (পঁচিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা এবং একটা HUAWEI nova 71 মডেলের মোবাইল যার মূল্য ৩৫০০০- (পয়তিশ হাজার) টাকা, যার আইএমইআই নং IMEI-1-863797051376165, IMEI-2- 863797051396171 এবং উক্ত মোবাইলে ব্যবহৃত সিম নাম্বার- ০১৭৮৩৫৭৯২৯১ , ০১৮৩৯১৯৬৩৫৩ সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যার সর্বোমোট আনুমানিক মূল্য ৮,৩১,২২৫- ( আট লক্ষ একত্রিশ হাজার দুইশত পঁচিশ) টাকা।

সকালে অনুমানিক ৭ টার আমি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয় নাসির খান (৫০), ফরিদ খান (৬৫), দিনার খান(৩৮), রাকিব খান(৩০) সহ আরো অনেকে এসে চুরির বিষয় দেখে এবং শোনে। তখন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ অনুযায়ী থানায় এসে এজাহার দায়ের করি। যার নং- ২/২৪।

কালিয়া পুলিশ সার্কেল কিশোর কুমার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম সহ এস আই সৌমিত্র সঙ্গীও ফোর্স গতকাল বুধবার রাতে আনুমানিক ০৩:৩০ মিনিটে একাধিক চুরির অভিযুক্ত চোর জনি গাজী পিতা বাদল গাজী,সাং টুনা তাকে ধরতে সক্ষম হন জিজ্ঞাসাবাদে চুরি করার কথা স্বীকার করেছেন, বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে আদালতে প্রেরণ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park