আজ ১০ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।
এসময়ে নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সঞ্চিতা বিশ্বাসসহ উক্ত কার্যালয়ে কর্মরত সবার সাথে অফিসটির কার্যপরিধিতে অন্তর্ভুক্ত নানান বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
সেই সাথে তিনি দপ্তরটিতে কর্মরতদের মাঝে বণ্টিত দায়িত্ব, নানা বিষয়ে গৃহীত পদক্ষেপ, চলমান কর্মসম্পাদন, অর্জিত অগ্রগতি, বিদ্যমান কর্মপরিবেশ, ভবিষ্যত পরিকল্পনা ও সম্ভাব্য চ্যালেঞ্জ, নিয়োজিত জনবলের সুষ্ঠু ব্যবস্থাপনা, দাপ্তরিক নথিপত্রের যথার্থ নিষ্পত্তি, বিষয়ভিত্তিক নিবন্ধন বইসমূহের নিয়মিত হালনাগাদকরণ ও সংরক্ষণসহ উক্ত কার্যালয়ের দৈনন্দিন যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি তিনি নড়াইল সদর উপজেলার অন্তর্গত ১৩টি ইউনিয়নে সরকারি রাজস্ব আহরণ ও প্রযোজ্য করারোপের আওতাভুক্ত হাট-বাজার, জলাশয় ইত্যাদি ভূসম্পত্তির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন এবং এক্ষেত্রে অধিকতর দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উক্ত কার্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করে কার্যালয়ের অন্তর্গত ভূমি ও জলাশয় ব্যবস্থাপনা, প্রয়োজনীয় নানাবিধ পূর্তকর্ম সম্পর্কেও নির্দেশনা দেন জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।