তেরখাদা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় ও আড়ম্বরের সাথে গত ৯ ডিসেম্বর তেরখাদা উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পাতাকা ও দুদকের পতাকা উত্তোলন, কবুতর উড্ডয়ন, মানববন্ধন, অলোচনা সভা। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, কবুতর উড়ানো এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”‘ এ প্রতিপাদ্যের উপর এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরল হক মন্টু, থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর বযমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা প্রাণি সম্পদ অফিসার প্রিয়াংকর কু্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডাঃ অনিক কু্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজর সহেলা সুলতানা, সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শারাফাত হোসেন দিপু, ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এম এ কাদের ও মোঃ শাহ আলম রিপন। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।