1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট জেলা প্রতিনিধি

সম্প্রতি আমাকে জড়িয়ে ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, চ্যানেল ২৪ সহ কয়েকটি সংবাদ মাধ্যম রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফা বেগম নেলির সাথে অসৌজন্য  ব্যবহার দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও মামলা দেওয়া, মোংলা বন্দর ও  সুন্দর বনে বাণিজ্য বিষয়টি যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অর্থনৈতিক শুমারি বিষয়ে এলাকায় অসন্তোষ ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য রামপাল উপজেলা নির্বাহী অফিসার আমাকে ফোন করেন। এর প্রেক্ষিতে আমি তার সাথে সাক্ষাৎ করি,  আমার সাথে হাজারেরও বেশি নেতাকর্মী থাকলেও শুধুমাত্র অল্প কিছু  নেতাকর্মী নিয়ে আমি তার সাথে দেখা করি, জনগণের অসন্তোষের যে বিষয়টি সেখানে সমাধান হয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার কে সকল প্রকার সহায়তার আশ্বাস দেওয়া হয় এবং আমাদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশের মাধ্যমে আলোচনা সম্পন্ন হয়, এ বিষয়টি নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্নভাবে ভিন্ন খাতে উপস্থাপন করছে যা খুবই দুঃখজনক।আমার দ্বারা দলীয় নেতাকর্মীদের নামে মামলা ও নির্যাতনের তথ্য চ্যানেল টুয়েন্টিফোর কোথায় পেল তা আমি ও জানতে চাই। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে আমি এলাকায় যাওয়ার পর এ ধরনের কোন ঘটনা ঘটেনি বরং আমার উপস্থিতিতে এলাকায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং আমার সাধ্যমত সকল নেতাকর্মীদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছি। আমার সাথে যারা কাজ করছে এরা সকলেই বিএনপি’র ত্যাগী নেতাকর্মী যারা আওয়ামী দুঃশাসনের সময় চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। আমি চ্যালেঞ্জ করে চ্যানেল ২৪ বলতে চাই সহ সকল সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করে বলতে চাই রামপাল – মোংলায় কোথাও যদি আপনাদের সংবাদের  একটি দৃষ্টান্ত দেখাতে পারেন,তাহলে আমি যেকোনো শাস্তি মেনে নেব।

আপনাদের মত দায়িত্বশীল  সংবাদ মাধ্যম এর এমন সংবাদ প্রচার খুবই দুঃখজনক। উল্লেখ্য এর পূর্বে ওই একই চ্যানেল আমাকে জড়িয়ে একটা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল,যার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও করা হয়েছিল। আমি রামপাল- মোংলায় যেখানেই যাচ্ছি সেখানে হাজার হাজার মানুষ আমার কাছে আসছে সুখ দুঃখের কথা খুলে বলছে, এই জনপ্রিয়তায় ঈর্ষানীত হয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য এই জঘন্য বানোয়াট মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিনীত

কৃষিবিদ শামিমুর রহমান শামীম

গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park